শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শফিউল বারি বাবুর মৃত্যুবার্ষিকীতে কমলনগরে কোরআন খতম

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৭:৫৪ পিএম

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারি বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে লক্ষ্মীপুরের কমলনগরে কোরআন খতম ও দুই শতাধিক এতিম শিক্ষার্থীকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রসায় উপজেলা স্বেচ্ছাসেবক দল এ আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন সেলিম, যুগ্ম-আহবায়ক রাহাত সর্দার, আবুল খায়ের নিজাম, সদস্য সচিব গিয়াস উদ্দিন মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া প্রমুখ।

বিকেলে তার গ্রামের বাড়ি রামগতিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৮ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিউল বারী বাবু মারা যান। তিনি একাধারে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও মৃত্যুপূর্ব মুহূর্ত পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পরে তার মরদেহ রামগতি উপজেলায় গ্রামের বাড়িতে সমাহিত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন