শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কৃষকের ঈদ আনন্দ এবার এমিরেটস এয়ারওয়েজে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আই-এর পথচলা। তথ্য প্রযুক্তির বিকাশ ও আকাশ সংস্কৃতির অগ্রযাত্রার ভেতর চ্যানেল আই-এর পথচলা নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে। সেই আকাশের গুরুত্বপূর্ণ এবং বিশ্বনন্দিত ক্যারিয়ার, এমিরেটস এয়ারওয়েজে এবার চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন। আগামী ১ আগস্ট থেকে ‘কৃষকের ঈদ আনন্দ’ আকাশে বসে বিশ্ববাসী উপভোগ করবে বিশ্বনন্দিত এমিরেটস এয়ারওয়েজের সৌজন্যে। গত বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমিরেটস বাংলাদেশ-এর অ্যারিয়া ম্যানেজার মোহাম্মদ আল হামাদী, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং কাজী ওয়াহিদুল আলম, ম্যানেজিং ডিরেক্টর, ট্রিউন গ্রুপ, পিআর এজেন্সি, এমিরেটস। অনুষ্ঠানে জানানো হয়, এমিরেটস এয়ারওয়েজ প্রতি বছর প্রায় ১৬০টি দেশের প্রায় ২ কোটি মানুষের ১৫২টি গন্তব্যে পরিবহন করে। নিরাপত্তার সাথে আকাশপথে ভ্রমন নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে তাদের সার্বক্ষণিক মনোযোগ থাকে বিজনেস ক্লাস থেকে ইকোনমি ক্লাস পর্যন্ত। সব যাত্রীদের জন্য তাদের সেবার মান প্রশংসনীয়। আন্তর্জাতিকমানের বিনোদনের প্রতি এমিরেটস-এর রয়েছে বিশেষ আগ্রহ। অন্যদিকে, টেলিভিশন তথ্য-বিনোদনমূলক অনুষ্ঠান এবং ২০০টির বেশি চলচ্চিত্র তৈরি করে সাড়া ফেলেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ২০০৭ সালের ডিসেম্বর মাস থেকে এমিরেটস এয়ারওয়েজ ইমপ্রেস টেলিফিল্মের জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত চলচ্চিত্র তাদের বিমান বহরে দেখিয়ে আসছে তাদের ওয়ার্ল্ড সিনেমায়। এ ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে এদেশের টেলিভিশনে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, শাইখ সিরাজ নির্মিত গ্রামীণ কৃষকদের নিয়ে একমাত্র এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন