সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩১ বছর উদযাপন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে শিশুদের কলকাকলি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে উদ্বোধন করেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি এএসএম কামাল উদ্দিন। সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, ওয়েস্টার্ন ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মোসলেম উদ্দিন হাওলাদার, রফিকুল ইসলাম কাঞ্চন, কাইয়ুম হোসেন ও মহাসচিব ফেরদৌস আরা বন্যা। এরপর সাংস্কৃতিক পর্বে দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে সংগঠনের শিল্পীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন