ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক শাকিব খান এক মঞ্চে হাজির হলেন। দুজনই এখন যুক্তরাষ্ট্রে। তাদের নিয়ে শো টাইম মিউজিক আয়োজন করে মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান। গত শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কে ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম জানান, সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাক্সক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এ আয়োজন করা হয়েছিল।
মন্তব্য করুন