শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আসিফ-ন্যানসির দ্বন্দ্বের কি অবসান হচ্ছে?

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:১০ এএম

গানের রয়্যালিটি নিয়ে চার বছর আগে সঙ্গতশিল্পী আসিফ আকবরের সঙ্গে ন্যানসির মধ্যে চরম দ্বন্দ্বের সূত্রপাত হয়। এ নিয়ে আসিফের বিরুদ্ধে মামলাও করেছিলেন ন্যানসি। কেউ কারো সাথে কথা বলতেন না। চার বছর পর কি সেই দ্বন্দ্বের অবসান ঘটতে যাচ্ছে? এমন প্রশ্ন এখন সঙ্গীতাঙ্গণে। কারণ গত শনিবার এই দুই শিল্পীকে একসঙ্গে দেখা গেছে। এরপর থেকেই বলা হচ্ছে, তাদের দ্বন্দ্ব মিটে গেছে। ফেসবুকে আসিফের এক স্ট্যাটাসেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। আসিফ লিখেছেন, একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাক্সিক্ষত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া, আমি ন্যানসি বলছি। খুব ভালো লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিল। ন্যানসি তো আমার ছোট। আমিতো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত। তিনি লিখেন, ন্যানসি আমাকে বললো, ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যানসির সঙ্গে গল্প-গানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। এদিকে আসিফের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়া প্রসঙ্গে ন্যানসি বলেন, এটা আসলে আমার হাতে নেই। আমার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রাষ্ট্র বাদী হয়ে মামলা করেছে। তাই মামলা আসিফ ভাইকেই লড়তে হবে। তবে আমি আসিফ ভাইকে সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি। কী দরকার এত ঝামেলা বাড়িয়ে? তাছাড়া আমি তো আমার রায় পেয়েই গেছি। যে গানগুলো নিয়ে মামলা, তার ৫০ ভাগের কপিরাইট এখন আমার অধীনে। চাইলে যেকোনো সময় আসিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলকে স্ট্রাইক খাওয়াতে পারি। তবে দেব না, প্রমাণ করার দরকার ছিল আমি সঠিক, সেটা প্রমাণ করতে পেরেছি। ন্যানসি বলেন, আমার বিয়েতেও আসিফ ভাইকে দাওয়াত করেছিলাম। তবে আসিফ যাননি। আমি কখনোই চাইনি ব্যক্তি বিরোধ শিল্পের মধ্যে আসুক বা পরিবারে তার প্রভাব পড়ুক। আমি বরাবরই ব্যক্তিগত আর পেশাগত বিষয় দুভাবে দেখে আসছি। এর মধ্যে কেউ যদি আসিফ ভাইয়ের সঙ্গে গাওয়ার প্রস্তাব দিতেন, ভালো লাগলে অবশ্যই গাইতাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন