শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিশুশিল্পী স্পর্শ কিবরিয়ার অভিষেক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম এর-ছবি ‘অর্পিতা’। এই ছবিতে নবাগত শিশু শিল্পী হিসেবে অভিনয় করলো স্পর্শ কিবরিয়া। স্পর্শ একটি ইংলিশ মিডিয়াম স্কুলের- গ্রেড ওয়ান এর ছাত্রী। বাবা বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও সংগীত পরিচালক-স্বপন কিবরিয়া। মা-ড্রীম ওয়ার্ল্ড ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাউন্ড আর্ট মিডিয়া প্রোডাক্টশনের কর্ণধার জুঁই কিবরিয়া। মূলত এই ছবির মূল কাহিনী একজন জীবনযুদ্ধে অংশগ্রহণকারী মা তার একমাত্র মেয়েকে নিয়ে প্রতিনিয়ত যুদ্ধে করে যায় আমাদের নির্মম সামাজিকতায়। আর সে মায়ের মেয়ে চরিত্রেই অভিনয় করছে শিশু শিল্পী স্পর্শ। ‘অর্পিতা’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন হালের ‘ছন্দা’। নি¤œমধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবন চিত্র অবলম্বনে এই ছবির কাহিনী আবর্তিত হয়েছে। পরিচালক শাহরিয়ার নাজিম জয়-অত্যান্ত গুরুত্বপূর্ণ শিশু শিল্পী চরিত্রে স্পর্শকে নিয়ে অনেক আশাবাদী। কারণ স্পর্শের প্রথম দিনের অভিনয়ে-ই পরিচালক জয়সহ ইউনিটের সবাই তার ভ‚য়ষী প্রসংসা করেছে। স্পর্শ এগিয়ে যাবে আগামীদিনের সাফল্যের স্বর্ণ শিখরে। এটাই বাবা-মার প্রত্যশা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন