শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ক্রাইম-থ্রিলার গল্প নিয়ে দোদুলের নতুন ধারাবাহিক মুসা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১০ এএম

ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের গল্প নিয়ে সাজ্জাদ হোসেন দোদুল নির্মাণ করেছেন তারকাবহুল দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মুসা’। এর কাহিনী ও চিত্রনাট্যও পরিচালক করেছেন। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নতুন এই ধারাবাহিক নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দোদুল জানান, আজ থেকে ধারাবাহিকটি বৈশাখী টিভিতে মঙ্গল, বুধ ও বৃহ¯পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, ইমতু রাতিশ, সাব্বির আহমেদ, আবু হুরায়রা তানভীর, নাইরুজ সিফাত, জেবা জান্নাত, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, হান্নান শেলী, আইরিন ইরানী, রুশো শেখ, তানহা নোফা, ববিতা ইসলাম আফিয়া প্রমুখ। এর গল্প সম্পর্কে নির্মাতা জানান, ঢাকা শহরে প্রতিনিয়ত বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। মাদক, খুন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে চলে নানা অপরাধ। সিন্ডিকেট নিয়ন্ত্রণ, পারিবারিক শত্রুতা থেকে ভাই-ভাইকে হত্যা, স্বামী-স্ত্রীর সংঘাত সবকিছুর জন্য দায়ী ক্ষমতা। সবাই ক্ষমতা চায়। ক্ষমতার লোভে রক্তের সম্পর্ক ছিন্ন হয়। মাফিয়ারা নিয়ন্ত্রণ করে রাজনীতি। মানুষের কল্যাণের জন্য, মানুষকে ভালোবাসার জন্য কেউ নেই। আছে শুধু রক্তের খেলা, হানাহানি, ক্ষমতার দম্ভ। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মুসা নিজেই পরিণত হয় গ্যাংস্টারে। আশা করি, ধারাবাহিক নাটকটি সবার ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন