ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকারি সন্ত্রাসীদের গুলিতে নিহত আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন। বিক্ষোভ সমাবেশের খবর পেয়ে দলীয় কার্যালয়ের সামনে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসুচি পালন করা হয়। জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বর্তমান সরকারকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করে ভোলায় বিএনপির নিয়মতান্ত্রিক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের ওপর এই ন্যাাক্কারজনক হামলা ও আব্দুর রহিমকে নিহত করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা সমাবেশে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন