জামালপুরের সরিষাবাড়ীতে ছাগলের জন্য পাট পাতা আনতে গিয়ে বজ্রপাতে তারা মিয়া (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই জেলার সকল স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকেই এ উপজেলার সকল স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। দুপুরে বৃষ্টির মাঝে তারা মিয়া গৃহপালিত পশু ছাগলের জন্য পাট পাতা আনতে যায়। ওই সময় ঘটনাস্থলে বজ্রপাতে তারা মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে তারাকান্দি যমুনা সারকারখানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, বৃষ্টির মাঝে তারা মিয়া ছাগলের জন্য পাট পাতা আনতে গিয়ে মৃত্যুবরণ করে। তার পরিবারে স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন