শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পাথরঘাটা(বরগুনা)উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৪:১৫ পিএম | আপডেট : ৪:৫৮ পিএম, ৪ আগস্ট, ২০২২

ধারাবাহিক লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াকে মুক্তি দাবি সহ ভোলায় বিএনপি'র দুই নেতাকে হত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের শান্তিপূর্ণ মিছিল শেষে দলীয় কার্যালয় পথসভা করার সময় অতর্কিত হামলা চালায় উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এতে যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে।

আহত হলো হাসান আলবকর মেছাল, সোহেল পহলান,জসিমউদদীন,
গিয়াস আহমেদ মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, ফোরকান,

উপজেলা যুবদলের নেতা আবুবকর ছিদ্দিক মেছাল জানান, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোন ধরনের উস্কানি ছাড়াই আমাদের উপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা আতর্কিত হামলা চালায়।

এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী জানান শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে সমাবেশ করতে বলা হয়। এসময় তারা ভিতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এস.আই) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপি'র আহবায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক ও সদস্যসচিব কামরুল ইসলাম এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন