শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এক ভিলেন রিটার্নস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১. এক ভিলেন রিটার্নস। ২. বিক্রান্ত রোনা। ৩. এ হোলি কন্সপিরেসি।
৪. আরকে/আরকে। ৫. শামসেরা।


‘মার্ডার ২’ (২০১১) ‘আশিকি ২’ (২০১৩), ‘মালাঙ’ (২০২০) ফিল্মগুলোর জন্য খ্যাত মোহিত সুরি পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম এবং তারই ২০১৪’র ‘এক ভিলেন’ ফিল্মের সিকুয়েল। গৌতম মেহরা (অর্জুন কাপুর) তার প্রাক্তন প্রেমিকা সিয়ার (কারিশমা শর্মা) বিয়ের অনুষ্ঠানে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। তার হাতে প্রহৃত হয় মেহমান আর রক্ষীদের, এই ভিডিও ভাইরাল হয়। উঠতি গায়িকা আরবি মালহোত্রা (তারা সুতারিয়া) তার একটি গানে এই ভিডিওকে ব্যবহার করে। মিউজিক ভিডিওটিও ভাইরাল হয় রাতারাতি। কিরান (এলেনা ফার্নান্দেস) নামে এক গায়িকার এক উৎসবে গাইবার কথা ছিল। আরবির ইচ্ছা তার বদলে সেখানে গাইবে। গৌতমের ইচ্ছা কিরানকে সেখান থেকে সরিয়ে আরবিকে দিয়ে পারফর্ম করাবে আর তাতে তার খ্যাতি বাড়বে। আরবি গৌতমের প্রেমে পড়ে যায়। বাস্তবে গৌতম তার ভিডিও ক্লিপ ব্যবহার করায় তার ওপর প্রতিশোধ নিতে চায়। আরবির আরেক পার্টিতে আবার হামলার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন হতাহত হয়। আরবি পুলিশকে জানায় গৌতমই সেই হামলাকারী। পুলের সবার ধারণা সেই রকম কিন্তু এসিপি গণেশণের (জে ডি চক্রবর্তী) সন্দেহ আছে। ভৈরব পুরোহিতসহ (জন আব্রাহাম) কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে। মনে হচ্ছে এক খুনি প্রেমের ব্যর্থতাকে ভিত্তি করে খুন করে যাচ্ছে। কিন্তু কে সে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন