শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্বপ্নদলের আয়োজনে হিরোশিমা দিবস ২০২২

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’Ñ এ স্লোগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে ৬ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটক ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় ‘হিরোশিমা দিবস ২০২২’ পালন করা হবে। বাদল সরকারের রচনায় ‘ত্রিংশ শতাব্দী’র নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। শান্তির স্বপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ২১ বছর ধরে নিয়মিতভাবে নানা আনুষ্ঠানিকতায় ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে স্বপ্নদল। হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হিরোশিমা দিবস ২০২২’-এর অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, বিকাল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-ভিডিও-ইন্সটলেশন আর্ট প্রদর্শনী। সন্ধ্যা ৭ টায় যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ, যুদ্ধবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য এবং ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার ১১৭তম মঞ্চায়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক নাট্যজন ড. রশীদ হারুন। স্বাগত বক্তব্য দেবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। এবারে জাপান দূতাবাস স্বপ্নদলের ‘হিরোশিমা দিবস ২০২২’ আয়োজনকে জাপান-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তিতে জাপান-দক্ষিণ এশিয়ার অন্যতম আয়োজন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এছাড়া ‘হিরোশিমা দিবস ২০২২’ আয়োজনে স্বপ্নদলের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশেস্থ জাপান দূতাবাস, জাপানস্থ বাংলাদেশ দূতাবাস, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের বাংলা বিভাগ, ইংল্যান্ডের আ সিজন অব বাংলা ড্রামা, অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি, ফ্রান্সের নাট্যসংগঠন লা রিভে ইকুইপ, শ্রীলংকার রেড অপেল ইন্টারন্যাশনাল থিয়েটার গ্যাদারিং, জাপানের কাহাল গ্যালারি, বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এবং ভারতের নাট্যসংগঠন রিষড়া দূরায়ণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন