শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হাওয়া রাজ্জাকের অভিযান সিনেমার অনুকরণে নির্মিত!

চঞ্চল চৌধুরীর মন্তব্যে ক্ষুব্ধ চলচ্চিত্রাঙ্গনের লোকজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

গত সপ্তাহে অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ গানটির জন্য দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। তবে সম্প্রতি বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে চঞ্চল চৌধুরী দেশের চলচ্চিত্র সম্পর্কে এমন এক মন্তব্য করেন, যা চলচ্চিত্রাঙ্গণের লোকজন ক্ষুদ্ধ হন। বক্তব্য দিতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘হাওয়া’ পিওর বাংলাদেশের সিনেমা। বাংলাদেশে বছরের পর বছর, যুগের পর যুগ নকল সিনেমা তৈরি হয়েছে। এখনও সেই স্টাইল ফলো করে অনেকে নির্মাণ করছেন। ‘হওয়া’ যারা দেখবেন, আপনারা সত্যি সত্যি যদি সিনেমা বুঝেন, তাহলে বুঝতে পারবেন এটি পিওর বাংলাদেশের সিনেমা। নিজের সিনেমার প্রশংসা করতে গিয়ে পুরো চলচ্চিত্রের সমালোচনা করাকে চলচ্চিত্রাঙ্গণের অনেকে ক্ষুদ্ধ হয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র নির্মাতাদের অনেকেই পোস্ট দিয়ে চঞ্চল চৌধুরীর সমালোচনা করেছেন। তার বক্তব্যর তীব্র প্রতিবাদ জানিয়ে চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, কাউকে ছোট করে বড় হওয়া যায় না। টেলিভিশন অভিনেতা চঞ্চল চৌধুরী ‘হাওয়া’ সিনেমা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এতদিন এ দেশে নকল সিনেমা নির্মাণ হতো। নকলের যুগ শেষ। ‘হাওয়া’ স¤পূর্ন নতুন গল্পের সিনেমা। এই রকম সাবজেক্ট নিয়ে এ দেশে আর কোনো সিনেমা নির্মাণ হয়নি। আমি চঞ্চল চৌধুরীর এই মন্তব্যের প্রতিবাদ জানাই। ‘হাওয়া’ নতুন কোনো গল্পের সিনেমা নয়। আশির দশকে নায়করাজ রাজ্জাক ‘অভিযান’ নামে যে সিনেমাটি নির্মাণ করেছিলেন ‘হাওয়া’ সিনেমাটি তারই কপি গল্প। ‘অভিযান’ সিনেমাটির পুরোগল্প ছিল ট্রলারে। মৎস্যজীবীদের নিয়ে। তাদের জালেই ধরা পড়ে রোজিনা। রোজিনাকে ঘিরেই গল্প এগিয়ে চলে। ‘হাওয়া’ সেই গল্পের অনুকরণে নির্মিত। আজ নির্মাতা যে ‘হাওয়া’ বানিয়েছেন, তার অনেক আগেই রাজ্জাক সাহেব এমন সিনেমা বানিয়ে দেখিয়েছেন। চঞ্চল চৌধুরীর মতো অভিজ্ঞ অভিনেতার কাছে এমন মন্তব্য আশা করিনি। নিজের অভিনীত সিনেমার প্রচারণা করতে গিয়ে দেশের মুক্তিপ্রাপ্ত সব সিনেমাকে ছোট করে কথা বলা নেহায়েতই হীনমন্যতার প্রকাশ। চলচ্চিত্র নির্মাতা দেওয়ান নাজমুল প্রশ্ন তুলে বলেন, চঞ্চল চৌধুরী কে? এমন প্রশ্ন লক্ষ-কোটি মানুষ বলবে সে নাটকের মানুষ। এটাই তার পরিচয়। হঠাৎ করে সিনেমায় নাম লেখিয়ে ২-৪টি সিনেমায় অভিনয় করেছেন। তবুও দর্শক কিন্তু এখনও তাকে নাটকের লোকই বলেন। চঞ্চল চৌধুরী একজন নন্দিত নাটকের নায়ক, পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা। আপনার কাছে আমরা নন্দিত কথা আশা করব। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনার আগের সিনেমাগুলো কি নকল ছিল? আপনার সিনেমা ছাড়া অন্য কারো সিনেমা কি আপনি দেখেন? দয়া করে আমাদের নায়করাজ রাজ্জাক স্যারের ‘অভিযান’ দেখবেন। তাহলে আপনার কথার সত্যতা খুঁজে পাবেন। নিজেকে বড় করতে গিয়ে চলচ্চিত্রের অন্যকে ছোট না করার অনুরোধ রাখছি। এ দু’জনের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা এম. এন ই¯পাহানী, সৈকত নাসির, চিত্রনাট্যকার, আবদুল্লাহ জহির বাবুসহ আরো অনেক নির্মাতা চঞ্চল চৌধুরীর কথার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
zulfikar Ali ৬ আগস্ট, ২০২২, ৪:২২ পিএম says : 0
হাওয়া নায়ক রাজ রাজ্জাকের অভিযান সিনামার মতো হয়েছে যে লাউ সেই কদু
Total Reply(0)
Maynul Islam ৫ আগস্ট, ২০২২, ৬:৫৪ এএম says : 0
এতো প্রশংসা করার পরেও হাওয়া সিনেমা দেখতে পারলাম না এই কষ্ট কই রাকবো আমরা।
Total Reply(0)
Md. Moniruzzaman ১১ আগস্ট, ২০২২, ৪:২৪ পিএম says : 0
কথাটায় জলিল, জলিল গণ্ধ পাওয়া যাচ্ছে না?
Total Reply(0)
Farjana Boby ৫ আগস্ট, ২০২২, ৬:৫৫ এএম says : 0
· হাওয়া দিয়ে সিনেমায় নতুন হাওয়া লেগেছে। এই সুবাতাস বইতে থাকুক। ভালো সিনেমা আবার হলে দর্শক টানুক
Total Reply(0)
Asif Miah ৫ আগস্ট, ২০২২, ৬:৫৬ এএম says : 0
"হাওয়া" র জয় ইতোমধ্যে হয়ে গেছে৷ গল্প নির্বাচনের পথটা ধরে রাখেন দর্শক ভবিষ্যতে আরো বেশী ভালোবাসা দেখাবে৷
Total Reply(0)
Dipak Biswas ৫ আগস্ট, ২০২২, ৬:৫৬ এএম says : 0
তোর হাওয়া ঘূর্নিঝড় হয়ে গেছে! বাংলাদেশের সিনেমার সব রেকর্ড উড়িয়ে নিয়ে যাচ্ছে। সবাই মিলে একসাথে দেখব আশাকরি। শুভকামনা বন্ধু ❤️
Total Reply(0)
Dipak Biswas ৫ আগস্ট, ২০২২, ৬:৫৬ এএম says : 0
তোর হাওয়া ঘূর্নিঝড় হয়ে গেছে! বাংলাদেশের সিনেমার সব রেকর্ড উড়িয়ে নিয়ে যাচ্ছে। সবাই মিলে একসাথে দেখব আশাকরি। শুভকামনা বন্ধু ❤️
Total Reply(0)
সঞ্জয় ৮ আগস্ট, ২০২২, ৪:৪৪ এএম says : 0
একটা ভাল সিনেমা এসেছে, অনেক দিন পর সিনেমা প্রেমীরা হলে গিয়ে সিনেমা দেখছে এতে কিছু একরাতের খিচুড়ি মার্কা সিনেমা লেখকদের গায়ে জ্বালা ধরে গেছে!????।
Total Reply(0)
শহিদুল হাসান ৮ আগস্ট, ২০২২, ৮:২৮ এএম says : 0
আপনার মন্তব্যটি সঠিক। চলচ্চিত্রের কিছু লোক মৎস্যজীবিদের গল্প বলে 'অভিযান' সিনেমাকে চালিয়ে দিচ্ছেন, আসলে তা নয়। ছবি দেখে বলতে হবে। আমি ঐ সময়েই দেখেছিলাম।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন