শুক্রবার মধ্যরাত থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে সরকার। জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধিতে মাগুরার পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস ও যাত্রীর সংখ্যা তুলনামূলক কমেছে। নতুন ভাড়া নির্ধারিত না হওয়ায় বিভিন্ন কোম্পানি সীমিত পরিমাণে বাস চালাচ্ছে। আর কিছু পরিবহন ইতিমধ্যে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিয়ে বাস চালাচ্ছে। আকস্মিক বাড়তি ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। শনিবার বেলা ১০ টায় সরেজমিন দেখা গেছে, কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস ও যাত্রীর সংখ্যা অনেক কম। ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাসের কাউন্টার থেকে সীমিত পরিমাণে গাড়ি ছাড়ছে। কয়েকটি কোম্পানি যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিয়ে পরিবহন চালু রাখছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন