শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিনেমার পালাবদলের সাক্ষী হতে পারা সৌভাগ্যের-মিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:১১ এএম

গত ঈদুল ফিতর থেকে একের পর এক সিনেমা মুক্তি পাওয়ায় চলচ্চিত্রাঙ্গণে কিছুটা প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। মিম বলছেন, এটি সিনেমার পালাবদল। এর সাথে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, আমার অভিনীত ‘পরান’ সিনেমাটি মুক্তি পেয়েছে প্রায় এক মাস হতে চলেছে। এখনও সিনেমাটি হাউজফুল যাচ্ছে। অনেকদিন পর গত শুক্রবার প্রেক্ষাগৃহে গিয়েছি। এখনো দর্শকের ঢল। দর্শকের সেই একই উন্মাদনা, যা পরান মুক্তির প্রথম দিনই দেখেছিলাম। কী যে ভালো লেগেছে! তিনি বলেন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির এই পালাবদলের সাক্ষী হতে পারাটা ভীষণ সৌভাগ্যের। আমি দর্শকদের এই উচ্ছ্বাসকে স্বাগত জানাই। ধন্যবাদ তাদের। উল্লেখ্য, রায়হান রাফি পরিচালিত সিনেমাটি শুরুর দিকে অল্প কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ধীরে ধীরে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়তে থাকে। এখন সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। লাইভ টেকনোলজি প্রযোজিত ত্রিভুজ প্রেমের সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটির পরিবেশনায় আছে দ্য অভি কথাচিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন