স্টাফ রিপোর্টার : সৃজন ললিতকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো “সুস্থ সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা শীর্ষক আলোচনা ও হারানো দিনের গানে”র অনুষ্ঠান। রাজধানীর পাবলিক লাইব্রেরির ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মাসুদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মো. আবুল কালাম আজাদ, সাবেক জ্যেষ্ঠ সচিব নূরুল হক, সিআইডির উপ-মহাপরিদর্শক ভানু লাল দাস বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, সুরকার মিল্টন খন্দকার, অন্তর শো বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরীসহ বিশিষ্টজনদের সম্মাননা দেয়া হয়। এর আগে অনুষ্ঠানে প্রধান বিচারপতি (অব) মো. তাফাজ্জাল ইসলাম বলেন, সুস্থ সৃংস্কৃতি চর্চার বিকল্প কিছু নেই। পুরনো দিনের গান হারিয়ে যাচ্ছে। তাই আমাদের আরো বেশি বেশি চর্চা দরকার। বিশেষ অতিথি ডিআইজি ভানু লাল দাস বলেন, ফেসবুকের মাধ্যমে আমরা ভার্চুয়াল জগতে নিজেদের হারিয়ে ফেলছি। এ সব অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে বাস্তব কারণে। সুস্থ সৃংস্কৃতি হতে পারে অন্যায় প্রতিরোধের হাতিয়ার। অনুষ্ঠানের উদ্বোধক প্রখ্যাত ঔপন্যাসিক ও ছোট গল্পকার অডিটর জেনারেল মাসুদ আহমেদ বলেন, একটি জাতির পরিচয় তার সংস্কৃতি কতটা সমৃদ্ধ তার ওপর। সৃজন সভাপতি নাঈম আহমেদ বলেন, হারানো দিনের গান চর্চার ব্যাপারে ভবিষ্যতে আরো এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম দর্শক অনুরোধে মান্না দের গাওয়া গান নিজেই গেয়ে শুনান। পরে ৫ ঘণ্টা ধরে চলমান ছিল বিভিন্ন শিল্পির গাওয়া হারানো দিনের গানের আসর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন