গণিকাদের বঞ্চনা, গঞ্জনা, মানবেতর জীবন ও অসহনীয় কষ্টের কথা নিয়ে কবি হাবিবা বেগম রচনা করেছেন জীবনমুখী গান ‘কেন ওরা গণিকা’। হাবিব মোস্তফা’র সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী পরান আহসান। রোজেন রহমানের নিরীক্ষাধর্মী সঙ্গীত আয়োজনে জি সিরিজের ব্যানারে গানটি লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। পরান আহসান বলেন, রাতের আঁধারে ক্ষুধার্ত পেটে খদ্দের খোঁজে কিছু মানুষ। সমাজ যাদের নাম দিয়েছে গণিকা। সেই গণিকাদের প্রমোট করা কিংবা তাদের পক্ষে সাফাই গাওয়া- এই গানের উদ্দেশ্য নয়। ‘গণিকা’ সামাজি ভাবে ধিকৃত একটি শব্দ। পতিতাবৃত্তি অসম্মানজনক এক পেশা। আমরা তাদের দেখলেই ঘৃণা ও নিন্দা জানাই। আবার রাতের আঁধারে আমাদের কেউ কেউ তাদের কাছে যায়। অথচ একবারও ভাবি না কিসের অভাবে আর কোন ফাঁদে পড়ে তারা এই অন্ধকার জীবনে বন্দী হয়ে আছে। এ বিষয়টি গানে তুলে ধরা হয়েছে। হাবিবা বেগম বলেন, গানটি সমাজ বাস্তবতার করুন চিত্র। এখানে কল্পনার কোন স্থান নেই। নিজের চোখে দেখা নির্মম একটি ঘটনা থেকেই গানটি রচনা করেছি। গানটির আয়োজক ও সুরকার হাবিব মোস্তফা বলেন, গানের সাবজেক্টটা একটু চ্যালেঞ্জিং। স্পর্শকাতর বিষয়কে সুরের ছকে বাঁধতে গিয়ে বেশ সচেতন ছিলাম। গানের কথা ও সুর একটি বলিষ্ঠ সুরেলা কণ্ঠস্বর দাবী করছিল। পরানের গায়কীতে সেই আবেদন রয়েছে। সব কিছু মিলিয়ে বক্তব্যধর্মী সুন্দর একটি কাজ হয়েছে। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন