দর্শকপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও আফজাল শরীফ একসঙ্গে বেশকিছু সরকারি প্রকল্পের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন কাজী আওসাফ রেজা। সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে বিজ্ঞাপনগুলো নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে সরকারি প্রকল্পের এসব বিজ্ঞাপনের শুটিং স¤পন্ন হয়েছে। বিজ্ঞাপনগুলোতে আফজাল শরিফ এবং ফারুক আহমেদ ছাড়াও অভিনয় করেছেন রাবেল আহমেদ, ফাহমিদা রহমান তৃষা, আশিক আলম, শামীম রেজা, রথি জেসমিন ও জসিম উদ্দিনকে। কাজী আওসাফ রেজা বলেন, দুজন গুণী অভিনেতাকে প্রথমবারের মতো একই প্রকল্পে কাজ করানোর অভিজ্ঞতা বেশ চমৎকার। আফজাল শরীফ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তবে ফারুক ভাইকে নিয়ে এর আগেও কাজ করেছি। আফজাল শরীফ বলেন, বিজ্ঞাপনগুলো একটি জনমুখী ও তথ্যমূলক কাজ। রেজার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। কাজের অভিজ্ঞতা বেশ ভালো। আশা করি, কাজগুলো দর্শক ভালভাবে গ্রহণ করবেন। ফারুক আহমেদ বলেন, বেকার সমস্যা দূর করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনগুলোতে। বিজ্ঞাপনগুলো দেখে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে উদ্বুদ্ধ হবেন অনেকেই। নির্মাতা জানান, বিজ্ঞাপনগুলো খুব শিগগিরই সরকারি- বেসরকারি বিভিন্ন টেলিভিশনে দর্শকরা দেখতে পাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন