শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পঞ্চগড়ে সিনেমা হল নেই: সরকারের সহযোগিতা পেলে চালু হবে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

এক সময় সীমান্ত জেলা পঞ্চগড়ে ছিল ১৩টি সিনেমা হল। এই ১৩টি সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। ভালো সিনেমার অভাবে এবং ব্যবসায়িক মন্দার কারণে সিনেমাহলগুলো বন্ধ হয়েছে বলে মালিকরা জানান। এখন ধীরে ধীরে সিনেমার ব্যবসা কিছুটা গতি পাওয়ায় সেখারে সিনেমা হল মালিকরা পুনরায় হলগুলো চালু করতে চান। এজন্য তারা সরকারি সহযোগিতা চান। সরকারের সহযোগিতা পেলে সিনেমাহলগুলো চালু করা সম্ভব হবে বলে তারা জানান। পঞ্চগড়ে ৯০ দশকে আলোছায়া সিনেমাহলের পাশেই গড়ে ওঠে ছায়াছন্দ নামের আরেকটি সিনেমাহল। এই দুই প্রেক্ষাগৃহকে কেন্দ্র করে শহরের মূল রাস্তার নামও হয়ে যায় সিনেমা রোড। বর্তমানে সিনেমা রোড আছে, শুধু হল দুটি নেই। ২০১৬ সালের দিকে দুটো হলই বন্ধ হয়ে যায়। আলোছায়া ও ছায়াছন্দ সিনেমাহলের মালিক কামরুল ইসলাম জানান, অশ্লীল সিনেমার ব্যবসা শুরু হলে সিনেমা হল বন্ধ করে দেই। এখন ভালো সময় এসেছে। সরকার সহযোগিতা করলে অবশ্যই আমরা দুটি সিনেমাহল চালু করব। অন্যদিকে লোকসান পড়ে ২০১৪ সালের দিকে বন্ধ হয়ে যায় টুনির হাটের ঝংকার সিনেমাহল। এই হলের মালিক ওয়াজেদ আলী এখন ভাঙ্গারির ব্যবসা করছেন। সিনেমা হলটি এখন পুরনো কাগজের গুদাম। সিনেমাহলের মালিক ওয়াজেদ আলী জানান, সিনেমার ব্যবসা এখন ধীরে ধীরে ভাল হচ্ছে। আমরা সিনেমা হল আবার চালু করতে চাই। এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক আবু তোয়বুর রহমান জানান, সিনেমাহলগুলো চালু করতে হলে মালিকদের সহযোগিতা করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন