বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৩৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটিতে নিলাম : কুষ্টিয়ার ডিসি-এসপিকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

১৩৩ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে বিক্রির ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি), এসপিসহ ৫ জনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২১ আগস্টের মধ্যে তাদের সশরীরে হাজির হতে বলা হয়। হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এ নিলাম ডাকা হয়।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি একেএম রবিউল হুসাইনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। যাদেরকে তলব করা হয়েছে তারা হলেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নিলামে সম্পত্তি ক্রয়কারী। এর আগে গত ২৪ মার্চ ওই সম্পত্তি (প্রতিষ্ঠান) নিলামে তোলা হয়। নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির মালিক মো: শফিকুল ইসলাম। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিলামের সব কার্যক্রম স্থগিত করেন। এর ফলে শফিকুল ইসলামের মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিকানা বহাল থাকল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন