শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এক ধারাবাহিকে তিন ক্রিকেটার!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। একই ধারাবাহিকে অভিনয় করেছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। তাদের সাথে আরও অভিনয় করেছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। তাদেরকে অভিনয় করতে দেখা যাবে ‘গাল্ডেন সিক্স’ ধারাবাহিক নাটকে। এটি রচনা ও নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান। এটি এখন আরটিভিতে প্রচার হচ্ছে। ধারাবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দ এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। নাটকের গল্পে দেখা যায়, শিমুলতলী গ্রামের যুবক হাসান মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটা ধাতব বাক্স। খুলে হাসান দেখে বাক্সভর্তি সোনার বার। চমকে ওঠে হাসান। সে ভাবে গুপ্তধন পেয়ে গেছে। পুরো ঘটনাটা দেখে ফেলে গ্রামের দুষ্ট ব্যবসায়ী সদরুলের কর্মচারী রূপচাঁদ। সে পুরো ঘটনাটি সদরুলকে জানায়। এ ঘটনার সূত্র ধরেই নাটকের কাহিনী এগুতে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন