অধিকৃত পূর্ব জেরুজালেমে (জেরুজালেম ওল্ড সিটি) একটি যাত্রিবাহী বাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েল। রোববার ভোরে এই ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছে।
এমডিএ প্যারামেডিকস একটি বিবৃতিতে বলেছে, 'আমরা খুব দ্রুত ঘটনাস্থলে ছিলাম। মা'লে হাশালোম স্ট্রিটে আমরা একটি যাত্রীবাহী বাসকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখি, পথচারীরা আমাদেরকে ৩০ বছর বয়সী দুই পুরুষের চিকিৎসার জন্য ডেকেছিল, যারা বন্দুকের গুলিতে আহত হয়েছিল।'
এএফপির প্রতিনিধি উল্লেখ করেছেন যে, ঘটনার স্থান থেকে ইহুদিদের প্রার্থনাস্থল ওয়েস্টার্ন ওয়াল বেশি দূরে নয়। হামলার পর ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভোররাতে হামলার পর পালিয়ে যাওয়া বন্দুকধারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এমডিএর মুখপাত্র জাকি হেলার বলেছেন, হামলায় ছয়জন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার সপ্তাহখানেক পরই এমন গুলির ঘটনা ঘটলো। ওই হামলায় গাজায় অনেক ভবন ধসে গিয়েছে। নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন কয়েকশ। অপরদিকে ইসলামিক জিহাদ ইসরায়েলে পাল্টা হামলা চালালেও ইসরায়েলের কেউ নিহত হননি। সূত্র: এএফপি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন