শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

জেরুজালেমে নতুন করে বিক্ষোভে লাখো মানুষ

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে জেরুজালেমে নতুন করে বিক্ষোভ করেছে লাখো মানুষ। করোনাভাইরাসজনিত লকডাউন উপেক্ষা করে শনিবার বিক্ষোভ করে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বেআইনিভাবে দামি উপহার গ্রহণ ও ইতিবাচক মিডিয়া কাভারেজ পেতে অবৈধ বাণিজ্য সুবিধা দেওয়ার অভিযোগে মামলা চলছে। ইসরাইলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে গত বছর তার বিরুদ্ধে তিনটি আলাদা মামলায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়। মে মাসে শুরু হয় বিচার। এর মধ্যেই আবার নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ উঠেছে। তার উপর ১৮ সেপ্টেম্বর ইসরাইলে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করায় জনগণের ক্ষোভ বেড়েছে। শনিবার বিক্ষোভকারীরা বিভিন্ন ব্রিজ, রাস্তার সংযোগস্থলসহ নেতানিয়াহুর বাসার সামনেও জড়ো হয়। তারা ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে। লকডাউনের সময় জনসমাগম নিষিদ্ধ করা হলেও তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা। আয়োজকদের উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, এদিন ১৬ হাজার বিক্ষোভকারী সশরীরে বিক্ষোভ করেছে। অনলাইনে বিক্ষোভ প্রদর্শন করেছে আরও হাজার হাজার বিক্ষোভকারী। নেতানিয়াহু লকডাউনের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘জনগনের জীবন রক্ষার জন্যই আমরা লকডাউন দিতে বাধ্য হয়েছি। আমরা করোনা আক্রান্ত হয়ে মানুষকে মরতে দিতে পারি না।’ নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এক বছরের বেশি সময় ধরে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল। তবে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বছর টানা চতুর্থ মেয়াদে শপথ নিয়েছেন। সেখানকার আইন অনুযায়ী- ক্ষমতাসীন কোনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তবেই তাকে পদত্যাগ করতে হবে। নেতানিয়াহুর ক্ষেত্রে এমনটা ঘটতে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহুর সর্বশেষ জোট সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। এক বছরের মধ্যে তিন দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনও পক্ষই সরকার গঠন করতে পারেনি। এ বছর নেতানিয়াহু ও গান্তজ যৌথ সরকার গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয় নেতানিয়াহু ১৮ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। আর তারপর প্রধানমন্ত্রী হবেন বেনি গান্তজ। আল-জাজিরা, টাইম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন