বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আসাদকে সরাতেই সেনা পাঠিয়েছি এরদোগান

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতেই দেশটিতে সেনা পাঠানো হয়েছে। এরদোগান আঙ্কারায় বলেন, আমরা (সিরিয়ায়) প্রবেশ করেছি রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টিকারী ও অত্যাচারী আল-আসাদের শাসনের অবসান ঘটাতে। অন্য কোনো কারণে আমরা সেদেশে প্রবেশ করা হয়নি। সিরিয়ার ভূমি জবরদখলের ইচ্ছা আঙ্কারার নেই উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, তার উদ্দেশ্য সিরিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তবে নিজের দেশ রেখে আরেক দেশে কথিত ন্যায়বিচার প্রতিষ্ঠার অধিকার তার আছে কিনা সেকথা উল্লেখ করেননি এরদোগান। সিরিয়ায় ২০১১ সালের গোড়ার দিকে বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় চার লাখ লোক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। কিন্তু তুর্কি প্রেসিডেন্টের দাবি, তার গণনামতে সিরিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য তিনি জাতিসংঘকে দায়ী করেন। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Obaida AL Zubayer ৩ ডিসেম্বর, ২০১৬, ৫:০০ এএম says : 3
Mr. Erdogan who are u to take dicission another country? R u know what is democracy?
Total Reply(0)
৬ ডিসেম্বর, ২০১৬, ১০:১৯ পিএম says : 2
একটা মুছলিম দেশ আর ১টা মুছলিম দেশের পাশে দাড়াবে এটাই শাভাবিক|এরদোগান এগিয়ে যাও|আললাহ বিজয়ি করবে|কয়েক লাখ মারা গেছে|চেয়ে চেয়ে দেখবে মুনাফিকের মত|
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন