শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সন্তানদের নিয়ে ব্রিটনি স্পিয়ার্সের অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স এক ইনস্টাগ্রাম পোস্টে তার সন্তানদের নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তারা তার সঙ্গে দেখা করতেই চায় না। তিনি জানান, সামাজিক মাধ্যমে তার নগ্ন ছবি প্রকাশিত হবার কারণে যে তার দুই ছেলে শন প্রেস্টন এবং জেইডেনের এমন আচরণ তা নয়। তিনি জানান এমন স্বাধীনভাবে ছবি প্রকাশে আগে থেকেই তার সন্তানরা তার প্রতি রুঢ় আচরণ করে আসছে আর তাই তিনি আর তাদের সঙ্গে এক বাড়িতে থাকতেই চান না।
৪০ বছর বয়সী গায়িকা পোস্টে লিখেছেন, আমরা সবাই জানি কিশোর বয়সীদের লালন পালন কখনই সহজ কাজ নয়। আমার ধারণা ছিল, এটি আমার ইনস্টাগ্রাম ব্যবহারেই নির্ধারিত হয়েছে- আসলে তা ঘটছিল অনেক আগে থেকেই। আমি তাদের সব দিয়েছি- একটি শব্দই আসে: বেদনাদায়ক। আমার মা বলেছিল ‘তুমি ওদের তাদের বাবার কাছে দিয়ে দাও, আমি এসব কথা প্রকাশ করছি কারণ আমি ভাল অনুভব করতে চাই! তারা আমার কাছে আসে, দরজা দিয়ে প্রবেশ করে তারা নিজেদের ঘরে গিয়ে ভেতর থেকে লক করে দেয়। আমার মনে হয় আমার সঙ্গে দেখা না করতে চাইলে আমার এখানে আসার দরকার কী? তারা রুঢ় আর আমার প্রতি ঘৃণা প্রকাশ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন