শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘ও মাই লাভ’

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। এক্সেল ফিল্মস-এর ব্যানারে সিনেমাটিতে কলকাতার অভিনয়শিল্পী ঋদ্ধিশের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলর প্রকাশ করা হয়েছে। কলকাতার অভিনেত্রী সাবর্ণী ২০১১ সালে র‌্যা¤প মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন। ২০১২ সালে স্টার জলসার জনপ্রিয় নাটক ‘টাপুর টুপুর’-এ অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান। এরপর সুপার হিট সিনেমা ‘শ্রেষ্ঠ বাঙালি’ সিনেমায় অভিনয় করেন। এবার তার অভিনীত ‘ও মাই লাভ’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, সিনেমাটির শুটিং অনেক আগে শেষ হয়েছিল। করোনার কারণে মুক্তি দিতে পারিনি। আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দেব। তিনি বলেন, এ সিনেমায় জৌলুশপূর্ণ জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এটা সমাজেরই প্রতিচ্ছবি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বরদা মিঠুসহ অনেকে। এর কাহিনী ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। সিনেমাটির নির্বাহী পরিচালক হিসেবে আছেন মোরশেদ খান হিমেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন