বুধবার ০৯ অক্টােবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ০৫ রবিউস সানী ১৪৪৬ হজিরী

বিনোদন প্রতিদিন

জলবায়ু সচেতনায় নদীরক্স প্রকল্পের জন্য পুরস্কৃত চিরকুটের সুমী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জলবায়ু, নদী, তারুণ্য আর সঙ্গীতকে এক করে ‘নদী রক্স’ নামে একটি প্রকল্প করেছিলেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমী। সল্ট ক্রিয়েটিভস-এর ব্যানারে কাজটি করেন তিনি। নদীরক্স প্রকল্পের জন্য তিনি ‘সোসাল’ এবং ‘নেটিভ’ দুই ক্যাটাগরিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড লাভ করেছেন। সম্প্রতি বিজ্ঞাপনী সংস্থা সল্ট ক্রিয়েটিভস-টিমের হাতে এই পুরস্কার দুটি তুলে দেওয়া হয়। সল্ট ক্রিয়েটিভস-এর সিইও ও ক্রিয়েটিভ ডিরেক্টর শারমীন সুলতানা সুমী এমন প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, জলবায়ুর এই বৈশ্বিক দুর্যোগে নদীমাতৃক বাংলাদেশের সন্তান হিসেবে মৃতপ্রায় নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তারুণ্যকে সঙ্গে নিয়ে আমাদের বিশেষ পথচলা নদীরক্স। আজকের এই বিচ্ছিন্নতার সময়ে তারুণ্যকে নদী আর প্রকৃতিমুখী করা, ভালোবাসায় উদ্বুদ্ধ করা, যত্নবান করাই আমাদের লক্ষ্য। কারণ তারাই আমাদের আগামী। তিনি বলেন, ‘নদীরক্স- জলবায়ু বাঁচাতে চল নদীর কাছে যাই’ এই স্লােগানে আমাদের সমবেত প্রচেষ্টার এই অর্জন আমরা আমাদের আজকের উদ্যমী তারুণ্যের নামে উৎসর্গ করলাম। উল্লেখ্য, প্রথমবারের মতো নদী নিয়ে নদীরক্স সিজন ওয়ানে দেশের গুরুত্বপূর্ণ ৭টি নদীর নামে গান করেছে দেশের জনপ্রিয় ৭ ব্যান্ড। গানগুলো নদীরক্সের ইউটিউব এবং ফেসবুক পেজে শোনা যাচ্ছে। এছাড়া আইসিটি মন্ত্রণালয়ের সৌজন্যে নদীরক্স অ্যাপেও পাওয়া যাচ্ছে। সল্ট ক্রিয়েটিভসের এই উদ্যোগের সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস এবং মানুষের জন্য ফাউন্ডেশন। উল্লেখ্য, সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত হলেও প্রায় দেড় দশক ধরে দেশের বিজ্ঞাপন শিল্পের পেছনে কাজ করছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন