জন মাস্কার এবং রন ক্লিমেন্টস পরিচালিত এনিমেশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মোয়ানা’। মাস্কার আর ক্লিমেন্টস যৌথভাবে এর আগে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’ (২০০৯), ‘ট্রেজার প্ল্যানেট’ (২০০২) এবং ‘আলাদিন’ (১৯৯২) পরিচালনা করেছেন।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওশানিয়ার কাছাকাছি একটি ছোট মায়াবী দ্বীপ। পলিনেশীয় এক গোত্রের বাস এখানে। এখানকার এক গোত্রের সর্দারের একমাত্র কন্যা মোয়ানা ওয়াইয়ালিকি (ভয়েস : আউলি’আই ক্রাভালিয়ো)। তাদের গোত্রটি সমুদ্রযাত্রার জন্য খ্যাত। সেদিক দিয়ে পরিবার কিছুটা সমস্যায়ই পড়ে যায়। কিন্তু তাতে কী? মোয়ানা কম কিসে? তার ধমনীতে বইছে নাবিকের রক্ত। তার মানুষদের জীবিকা হল মাছ ধরা, কিন্তু মাছের ভাÐারও যেন ফুরিয়ে এসেছে। সে বাবাকে জানায় তাদের গোত্রকে রক্ষার জন্য সে সাগরের এমন এক জায়গায় যাবে যেখানে যাওয়া নিষিদ্ধ। একদিন তার মানুষদের রক্ষা করার জন্য সে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। দুঃসাহসিক এই যাত্রায় তার সঙ্গী হয় মাউই (ভয়েস : ডোয়েন ‘দ্য রক’ জনসন)। মাউই একজন ডেমিগড মানে আধাদেবতা। একসময় তার অনেক ক্ষমতা ছিল কিন্তু এখন আর তা নেই। এখন সে এক অদ্ভুত আধা মানব আর আধা দেবতা। দুই অসম সঙ্গী বেরিয়ে পড়ে এক অসম্ভব সমুদ্র যাত্রায়। পথে তাদের সঙ্গে দেখা হয় একের পর এক সমুদ্র দানবের আর অশরীরীর। শেষ পর্যন্ত তার লক্ষ্য পৌঁছতে সক্ষম হয় মোয়ানা। তার চেয়ে বড় কথা সে নিজের আসল পরিচয় জানতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন