বিনোদন ডেস্ক : মীরাক্কেল খ্যাত জামিল হোসেন ‘রং ঢং’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন। আহসান সারোয়ারের পরিচালনাধীন এ সিনেমায় তিনি গেয়েছেনও। জামিল বলেন, আগে বাসায় গানের চর্চা করলেও ‘রং ঢং’ দিয়েই শুরু হলো আমার প্লেব্যাক। গানের শিরেনাাম ‘যারে আমার ভালো লাগে তারে পাইলাম কই’। ফুয়াদ নাসের বাাবুর সঙ্গীতায়োজনে গানটি করেছি। আশা করি, সবার ভালো লাগবে। পরিচালক আহসান সারোয়ার পরিচালিত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘আমরা করবো জয়’। এবার বø্যাকশাইন প্রোডাকশন হাউস থেকে নির্মাণ করছেন ‘রং ঢং’। আহসান সারোয়ার বলেন, সিনেমাটির প্রথম গান ছিল ‘বয়স ষোলেতে প্রেম’। এ গানটি প্রকাশের পর বেশ সাড়া পাওয়া যায়। এরপর এবার নতুন গানে জামিল কণ্ঠ দিলেন। কাহিনীর প্রেক্ষাপটে কল্পনায় গানটি দেখা যাবে। অনান্য চরিত্রে অভিনয় করেছেন ফারুক হোসেন, স্বাধীন খসরু, লুৎফর রহমান জর্জ, শবনম পারভীন, ড, এজাজ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, সাদাফ, মাখনুন, শামিম হোসেন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন