শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

২৭ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

গাজীপুরের আলোচিত বিল্লাল হত্যা মামলা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ৬:১১ পিএম

গাজীপর জেলার কালীগঞ্জে আলোচিত বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি আব্দুল আজিজ (৫৫) কে দীর্ঘ ২৭ বছর পর নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
র‌্যাব-১ আজ মঙ্গলবার তাদের এক প্রেস বিগপ্তিতে জানান, ১৯৯৫ তারিখ সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে আসামী রুস্তম আলী ভিকটিম বিল্লাল হোসেন বিলুকে তার বাড়ি হতে বিলুর বাসার কর্মচারী জাকারিয়া গ্রেফতারকৃত আসামী আব্দুল আজিজের ভগ্নিপতি জনৈক কাদিরের কদু (লাউ) চুরি করেছে এ ব্যাপারে কথা আছে বলে বিল্লাল ও জাকারিয়াকে ঈশ^রপুর বাজারস্থ জনৈক নিজাম উদ্দিন এর ছাপড়া দোকানের উত্তর পাশের্^ ডেকে আনে। ধৃত আসামী আব্দুল আজিজসহ অন্যান্য আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন বিলুকে হত্যা করার উদ্দেশ্যে ধারালো ছুরি, দা, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে ওৎপেতে ছিল। বিল্লাল ও জাকারিয়া’র সাথে আসামী কাদির ও তার ভাই ছাদির এর সাথে উক্ত কদু (লাউ) চুরির বিষয় নিয়া কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী ফালান তার হাতে থাকা লোহার তৈরী কুড়াল দিয়ে ভিকটিমের মাথার পেছনে সজোরে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়ে ভিকটিম বিল্লাল বিলু প্রাণের ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে ঈশ^রপুর বাজারের দক্ষিণ দিকে জনৈক জোতিন্দ্র বাবুর কফি ক্ষেতের ভিতর দিয়ে সরকারি রাস্তায় উঠলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামী আঃ আজিজ, ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, ওসমান, আঃ ছামাদ, হুমায়ুন, রুস্তম আলী, মানিক, ফারুক ও আলম পিছন থেকে ধাওয়া করে ভিকটিম বিল্লাল বিলুকে ধরে ফেলে এবং এলোপাতারি কোপাতে থাকে। অতঃপর ভিকটিম বিল্লাল হোসেন রাস্তার দক্ষিণ পাশের্^ জোতিন্দ্র বাবুর জমিতে পড়ে যায়। ঐ সময় ধস্তাধস্তিতে বিলুর পরনে লুঙ্গি, চাদর ও মাফলার উক্ত স্থানে খুলে পড়ে যায়। ভিকটিম বিল্লাল হোসেন কর্দমাক্ত, রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় দৌড়ে প্রাণে বাঁচার জন্য চেষ্টা করে জনৈক ইসলাম ও ছালাম এর জমির মধ্যে পড়ে গেলে আসামী ফালান কুড়াল দিয়ে ভিকটিম বিলুর বুকে উপর্যুপরি কোপাতে থাকে। ঐ সময় ধৃত আসামী আঃ আব্দুল আজিজ তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে ভিকটিম বিল্লাল কে জবাই করে হত্যা করে। এব্যাপারে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আদালত ২৩/০৪/২০১৮ তারিখ চার্জশিটে অভিযুক্ত আসামী আব্দুল আজিজ’সহ সর্বমোট ১৩ জন আসামীকে মৃত্যুদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত ঘটনার পর হতে আসামী আব্দুল আজিজ দীর্ঘ ২৭ বছর পলাতক ছিলো। মৃত্যুদন্ডপ্রাপ্ত ০৮ জন আসামী বর্তমানে জেল হাজতে আটক আছে এবং ০১ জন আসামী জেল হাজতে মৃত্যুবরণ করে। অপর ০৩ জন আসামী যথাক্রমে ফালান, আলম এবং মানিক পলাতক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন