নাট্যাচার্য সেলিম আল দীন-এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২২’-এর আয়োজন করেছে। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ২৬তম এ আসরের স্লোাগান ‘বিশ্বজয়ে বাঙলা নাট্য আজ এগিয়ে যায়, ঐতিহ্য-রবীন্দ্রনাথ-সেলিম আল দীন ধারায়’। উৎসবে ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন উদ্ভাবিত আধুনিক ‘বাঙলা নাট্যরীত’তে নির্মিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ ও ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন ছাড়াও থাকছে স্মরণ শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নাট্যাচার্যের প্রতিকৃতি সহকারে শিল্পকলাচত্বর সজ্জা প্রভৃতি। এরপর সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চায়িত হবে অপূর্ব কুমার কুণ্ডুর রচনা, জাহিদ রিপনের নির্দেশনা এবং জুয়েনা শবনমের অভিনয়ে মনোড্রামা ‘হেলেন কেলার’। আগামীকাল সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে বাদল সরকারের মূলরচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর-নির্দেশনায় যুদ্ধবিরোধী গবেষণা নাট্য ‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন