গতকাল দুপুর ১২টায় চিত্রনায়ক দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে ঢাকা ফিরেছেন। তার ফেরার খবর আগেই তার ফেসবুকে জানানো হয়েছিল। ভক্তদের আহ্বান জানানো হয়েছিল, শাহজালাল বিমানবন্দরে তাকে বরণ করে নিতে উপস্থিত থাকার জন্য। এ ঘোষণা অনুযায়ী, শাকিবকে বরণ করে নিতে ‘সুপারস্টার শাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তন’ ব্যানার নিয়ে ভক্তরা হাজির হন। দেশের বিভিন্ন জায়গা থেকে এসে তারা বিমানবন্দরে পৌঁছেন। শাকিব বিমানবন্দর থেকে বের হয়ে তাদের সাথে দেখা করেন। ভক্তরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। তাদের সঙ্গে দেখা করে নিজ বাসভবনে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন