বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার এই উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’। বুধবার (১৭ আগস্ট) উৎসব কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হন নির্মাতা।
ফাখরুল আরেফিন খান বলেন, ‘ফরাসি যুবক জ্যঁ কুয়েকে নিয়ে আমাদের এই সিনেমা। মানবিক এই মানুষটির কথা আমরা অনেকেই জানি না। তার কথা জানতেই সিনেমাটি নির্মাণ করেছি। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই অর্জনের মাধ্যমে তার কথা অনেকেই জানতে পারছেন। আশা করছি তার কথা ধীরে ধীরে অনেকেই জানতে পারবেন।’
‘জেকে ১৯৭১’ নির্মাণ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন খান আরও বলেন, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আফগান যুদ্ধ, এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়েও সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের মুক্তিযুদ্ধের কোনও সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি নির্মাণ করেছি।’
সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। এরই মধ্যে মুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ছবির পোস্টার ও টিজার প্রকাশ করেছি। আশা করছি শিগগিরি মুক্তির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’
গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘জেকে ১৯৭১’ এর নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় মার্কিন যুক্তরাস্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানীলসহ আরও প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন