শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাবা প্রবাল চৌধুরীর জন্মদিনে রঞ্জন ও শুভমিতার গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বাংলাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী প্রয়াত প্রবাল চৌধুরীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে গান প্রকাশ করছেন তারই ছেলে সঙ্গীতশিল্পী রঞ্জন চৌধুরী। তার সাথে কণ্ঠ দিয়েছেন কলকাতার আরেক শ্রোতাপ্রিয় শিল্পী শুভমিতা। রঞ্জন চৌধুরী বলেন, বাবাকে ৭৫ তম জন্মদিনের উপহার এই গানটি। গানটি রেকর্ড করা হয়েছে কলকাতার ভাইব্রেশনস স্টুডিওতে। গানটির সঙ্গীতায়োজন যৌথভাবে করেছেন বাংলাদেশের সব্যসাচী রনি এবং কলকাতার সুদীপ্ত সাহা। চট্টগ্রামের কে. এস. ডিজিটাল স্টুডিও এবং কলকাতার ভাইব্রেশনস স্টুডিওতে সঙ্গীতায়োজন হয়েছে। গানটিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিখ্যাত যন্ত্রশিল্পীরা তাদের নিজ নিজ যন্ত্র বাজিয়েছেন। ইতিমধ্যেই ভাইব্রেশনস স্টুডিওতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন মো. ওবায়দুললাহ এবং সুর করেছেন রঞ্জন চৌধুরী। রঞ্জন বলেন, গানটির সঙ্গীতায়োজনের সময় কম্পােজার সব্যসাচী রনি সন্তুর, বাঁশী, বেহালা ও স্যাক্সোফোনের প্রয়োজনীয়তা অনুভব করলে কলকাতার স্বনামধন্য কম্পােজার সুদীপ্ত সাহার মাধ্যমেই পশ্চিমবঙ্গের প্রথম সারির যন্ত্রশিল্পীদের দিয়ে এ গানের কম্পােজিশন সম্পন্ন করার সিদ্ধান্ত নিই। কলকাতার সাউন্ড ইঞ্জিনিয়ার গৌতম বসু গানটির মিক্স মাস্টার করেছেন। বাবার জন্মদিনকেই উপলক্ষে গানটি ২৫ আগস্ট প্রকাশিত হবে রঞ্জন চৌধুরীর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। উল্লেখ্য, গত বছর ঈদ উল আযহাতে শুভমিতা ও রঞ্জনের গাওয়া ‘বল তো তুমি’ গানটি শ্রোতাদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়। এরপর থেকে দুই বাংলার শ্রোতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার দুজনের মেলোডিয়াস রোমান্টিক গান শোনার ইচ্ছা প্রকাশ করতে থাকেন। শ্রোতাদের অনুরোধের প্রতি সম্মান রেখেই তারা আবার গান গেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন