ফের একসঙ্গে সন্দীপ্তা ও দিতিপ্রিয়া। ১৪ বছর আগে দিতিপ্রিয়া রায় ও সন্দীপ্তা সেনকে দেখা গিয়েছিল দুর্গা ধারাবাহিকে।সম্প্রতি করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে ছিলেন এই দুই অভিনেত্রী তবে একসঙ্গে নয়। দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল রানিমার চরিত্রে অন্যদিকে সন্দীপ্তাকে দেখা গিয়েছিল সারদা মায়ের চরিত্রে। এবার জুটিতে ফিরছেন দুই টেলিকন্যা। প্রায় এক যুগ পার করে বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় টেলিকন্যা এক সিরিজে। কথা হচ্ছে সন্দীপ্তা সেন ও দিতিপ্রিয়া রায়। আজ থেকে ১৪ বছর আগে দিতিপ্রিয়া রায় ও সন্দীপ্তা সেনকে দেখা গিয়েছিল ‘দুর্গা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে দুর্গার চরিত্রে ছিলেন সন্দীপ্তা সেন অন্যদিকে ছোট্ট গৌরীর চরিত্রে ছিলেন দিতিপ্রিয়া রায়। অবশ্য সম্প্রতি করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে ছিলেন এই দুই অভিনেত্রী তবে একসঙ্গে নয়। দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল রানিমার চরিত্রে অন্যদিকে সন্দীপ্তাকে দেখা গিয়েছিল সারদা মায়ের চরিত্রে। এবার অদিতি রায় পরিচালিত ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে সন্দীপ্তা ও দিতিপ্রিয়াকে। মহিলাদের ক্ষমতায়নের গল্পেই দেখা যাবে এই দুই নারীকে। প্রযোজনা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ১৪ বছর আগের স্মৃতি রোমন্থ করে সন্দীপ্তার সঙ্গে কাজের প্রসঙ্গে এই সময় ডিজিটালকে দিতিপ্রিয়া বলেন, আসলে ‘দুর্গা’তে আমি সন্দীপ্তার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম। তারপর রানি রাসমণিতে আমার নাতনি চরিত্রে ছিল সন্দীপ্তা কিন্তু আমরা স্ক্রিন শেয়ার করিনি। যেদিন রানি রাসমণিতে আমার শেষ দিন সন্দীপ্তার ওখানে ছিল প্রথম দিন। এবার ফের এই সিরিজটাতে একসঙ্গে কাজ করছি। একেবারে নারীর ক্ষমতায়নের গল্প। শুধু সেটা নয় এই সিরিজটা সমাজকে একটা বার্তাও দেবে। দিতিপ্রিয়ার কথায়, আসলে পুঁচি (সন্দীপ্তা সেন) সারাজীবন আমার কাছে অনুপ্রেরণা ছিল, যখন দুর্গা সিরিয়ালটা চলছে তখন আমি ছোট ও মাস্টার্স করছে। দেখতাম কী ভাবে পড়াশোনা এবং অভিনয়কে সামলেছিল। তখনই ঠিক করে নিই যে আমাকেও এ ভাবেই দুটোকে সামলাতে হবে। চলতি মাসেই শুরু হবে এই সিরিজের শুটিং। সম্প্রতি সন্দীপ্তার লাভ লাইফ নিয়ে বেশ চর্চা হয়েছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সন্দীপ্তা। কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। অন্যদিকে একের পর এক ছবিতে কাজ করছেন দিতিপ্রিয়া। আগামী ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে তাঁর ছবি কলকাতা চলন্তিকা। অন্যদিকে অচেনা উত্তমে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। অন্যদিকে নায়িকা হিসেবে তিনি প্রথম কাজ করেন ‘অভিযাত্রিক’। এবছর এই ছবিটি জাতীয় পুরস্কার পায়। অর্জুন চক্রবর্তী, আয়ুষ্মান মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় অভিনীত ওই ছবিতে অপুর বর্তমান সফর দেখানো হয়েছে। ছয় বছরের ছেলে কাজলের সঙ্গে তাঁর সম্পর্ক ফুটে উঠেছে এই ছবিতে। অপুর ভবঘুরে ইচ্ছেরা ডানা মেলেছে সিলভার স্ক্রিনে। মনের আয়নায় সে মাঝেমধ্যেই দেখে নিজের ভালোবাসা অপর্ণাকে। মূলত বাবা ছেলের ভালবাসা এবং যাত্রা সুন্দরভাবে ফুটে উঠেছে ওই ছবিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন