শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেছারাবাদে লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ২:৫৯ পিএম

নেছারাবাদে আরামকাঠি গ্রামের লওই বাড়ী এলাকা থেকে মো: রবিউল(১৪) নামে এক ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে লাশটি পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। গ্রামের ০৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশি মুদি দোকানি মো: আব্দুল জব্বার বলেন, ছেলেটি মানষিক প্রতিবন্ধি। শুক্রবার সকালে তার মা কাজে যায়। বিকেলে কাজ থেকে বাসায় ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পায়। দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের মধ্য গলায় ফাস লাগানো ছেলেকে ঝুলন্ত দেখতে পায়। এসময়, তিনি ডাক চিৎকার দেন। প্রতিবেশিরা এগিয়ে আসলে তার মা শিউলী বেগম নিজেই রশি কেটে ছেলের লাশ নামান।

ইউপি সদস্য মো: সেলিম জানান, ওই ছেলেটির আগে থেকেই মাথায় সমস্যা রয়েছে। তার বাবা নেই। একটি বোন তার বিয়ে হয়েছে। তার মা কৃষানী। শুক্রবার তার মা বিকেলে কাজ থেকে বাসায় ফিরে ছেলের ঝুলন্ত লাশ পায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন