দক্ষিনাঞ্চলের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুলর ইসলাম (৮৪) (প্রিন্সিপাল হুজুর) বার্ধক্য জনিত কারনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি-----রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ৫ মেয়ে ৭ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি স্বপ্নে আদিষ্ঠ হয়ে দ্বীনি শিক্ষা প্রচারের লক্ষে নিজ জন্মস্থান চাঁদপুর জেলার কচুয়া গ্রাম ছেড়ে ১৯৬১ সালে ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামে আসেন। ১৯৬৫ সালে দাখিল শাখায় সুপার হিসেবে যোগদান করেন। তার অক্লান্ত পরিশ্রমে সেই দাখিল মাদ্রাসাটি কামিল মাদ্রাসায় রুপান্তরিত হয়। তিনি ২০০৬ সালের ২৮ শে ফেব্রুয়ারী টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন । তার হাতে বায়াত গ্রহণ করে অজস্র মানুষ দ্বীন প্রচারে নিজেকে নিয়োজিত করেছেন। তার হাতে গড়া প্রতিষ্ঠানটি থেকে শত শত আলেম প্রতিষ্ঠিত হয়েছে। যারা দেশ বিদেশে দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত আছেন। তার তত্বাবধানে দক্ষিন অঞ্চলের একটি একটি সাধারণ মাদ্রাসা দ্বীন প্রচারের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
তিনি ২০১৬ সাল অসুস্থ অবস্থায় ঢাকায় তার ছেলের বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক সহ উপজেলার গণম্যান ব্যক্তিবর্গ ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন