জাপানের পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘জাপান ফরেন মিনিস্টারস্ কমেনডেশন ২০১৯’ লাভ করেছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদল। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, নাট্যব্যক্তিত্ব অধ্যাপক ড. রশীদ হারুনের উপস্থিতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোনো তারো’র পক্ষে স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপনের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত ইতো নাওকি। স্বপ্নদলকে প্রদত্ত সনদপত্রে বলা হয়েছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাপান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রসারে, জাপান ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ স্বপ্নদলকে গভীরতম শ্রদ্ধা জানায়। উল্লেখ্য, স্বপ্নদল যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতাসৃজনে ২০০২ থেকে নিয়মিতভাবে জাপানের হিরোশিমা-নাগাসাকির পারমাণবিক বোমা হামলার বিয়োগান্তক ঘটনাভিত্তিক যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’-র প্রদর্শনী করে আসছে। এখন পর্যন্ত দেশ-বিদেশে ‘ত্রিংশ শতাব্দী’-র ১১৮টি প্রদর্শনীসহ গত ২১ বছর ধরে নাট্যসংগঠন হিসেবে নানা আনুষ্ঠানিকতায় ‘হিরোশিমা দিবস’ পালন করছে স্বপ্নদল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন