শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে

গণতন্ত্র মঞ্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, দমন-পীড়ন করে গণ-আন্দোলন ঠেকানো যাবে না। বর্তমান জনবিচ্ছিন্ন অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে। তাই জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও শাসনব্যবস্থা বদলানোর লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাজধানীর মোহাম্মাদপুর টাউনহলের সামনে গতকাল জোটের প্রচারণায় অংশ নিয়ে মঞ্চের নেতারা এসব কথা বলেন। আগামী ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি সামনে রেখে এ প্রচারণায় অংশ নেন নেতারা। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কর্মসূচিতে সাইফুল হক, জোনায়েদ সাকি, তানিয়া রব, মোমিনুল ইসলাম, আখতার হোসেনু, রাশেদ খান, বহ্নি শিখা জামালী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাচ্চু ভুইয়া, আকবর খান, কবির হাসান, ইমরান ইমন প্রমুথ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন