শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের অবস্থান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:৪৩ পিএম

১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের গণঅবস্থান কর্মসূচি আজ। ঢাকাসহ দশটি বিভাগীয় শহরে বেলা ১১ টা থেকে গণঅবস্থান পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। তবে নির্দিষ্ট সময়ের আধাঘন্টা পরে গন অবস্থান করেছে গনতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত সময় সকাল সাড়ে ১১ টা থেকে গনঅবস্থান নেওয়ার থাকলেও তাদের অবস্থান দেখা যায়নি সাড়ে ১১ টা পেরোলেও। পরবর্তীতে ১১ টা ৪০ মিনিটে তারা মিছিল নিয়ে অবস্থান নেন। গণতন্ত্র মঞ্চে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ গণসংহতি আন্দোলন সাতটি দলের অবস্থান করার কথা থাকলেও এখনও পর্যন্ত অবস্থান নিয়েছেন মাত্র তিনটি দল। অনুষ্ঠানে সভাপতি করছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এবং সঞ্চালনা করছেন ইমরান ইমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেএসডি এর সভাপতি আ.স.ম আব্দুর রব। এছাড়া উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন