শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবার শুরু হল উইল স্মিথের বায়োপিকের নির্মাণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

হলিউড তারকা উইল স্মিথের নির্মীয়মাণ বায়োপিকটি আবার নির্মাণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। গত অস্কার অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস রককে চড় মারার পর উইল স্মিথ ব্যাপক প্রতিকূলতার মুখে পড়লে নেটফ্লিক্স অভিনেতার জীবন নিয়ে নির্মীয়মাণ ফিল্মটির কাজ বন্ধ করে দেয়।
এক সূত্র দ্য সানকে বলেছে, চড়কাণ্ডের পর নেটফ্লিক্স এবং অ্যাপল প্লাস উইলকে ত্যাগ করে। তিনি তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে দীর্ঘসময়ের জন্য সরে থাকেন। এর মধ্যে অবস্থা স্থিতিশীল হয়ে এসেছে আর নেটফ্লিক্সও আবার আগ্রহী হয়ে উঠেছে। বলা বাহুল্য, চড়কাণ্ড উইলের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই অংশটিও কাহিনীতে যুক্ত হবে। নেটফ্লিক্স যোগাযোগ শুরু করেছে এবং উইলের টিমের বিশ্বাস অ্যাপলও তাদের অনুসরণ করবে।” চড়কাণ্ডের পর এই প্রথম এই মাসের শুরুতে স্মিথকে (৫৩) জনসমক্ষে দেখা গেছে। এর আগে অস্কার অনুষ্ঠানে স্মিথের স্ত্রী অভিনেত্রী জেডা পিঙ্কেটকে(৫০) ‘জিআই জেইন’-এর সঙ্গে তুলনা করায় অভিনেতা উপস্থাপক-কমেডিয়ান রককে চড় মারেন। এই অনুষ্ঠানে স্মিথ ‘কিং রিচার্ড’ ফিল্মের জন্য শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জয় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন