মুক্তির অপেক্ষায় রয়েছে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ও জিয়াউল রোশান-মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘আশীর্বাদ’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নিয়ে ইতিমধ্যে বেশ সমালোচনা হচ্ছে। সিনেমার প্রচারণায় প্রযোজক জেনিফার ফেরদৌস মাহি ও রোশানকে নিয়ে বেশ কিছু বিব্রতকর কথা বলেন সংবাদ সম্মেলনে। বাদ যাননি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুও। মাহিকে চিনেন না বলে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন নির্মাতা দেলায়ার জাহান ঝন্টু। যখন মাহি আর রোশানকে নিয়ে সমালোচনা ঠিক তখনি সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকসহ ‘আশীর্বাদ’ সিনেমা সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে নিয়ে সংবাদ সম্মেলন করেন মাহী-রোশান। সংবাদ সম্মেলনের পর এবার শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর মাহয়িা মাহি অভিযোগ দাখিল করেছেন। মাহি তার নিজ ফেসবুক আইডিতে অভিযোগের একটি কপি দিয়ে পোস্টে লিখেন, আমি ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার ক্যারিয়ারের এই সফল্যের পেছনে আমার সহকর্মী শিল্পীদের অবদান রয়েছে। নানা বিপদেও আপনাদের পাশে পেয়েছি। এজন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিটি সদস্যের কাছে আমি কৃতজ্ঞ। আবারও আপনাদের শরনাপন্ন হতে হলো। সম্প্রতি আশীর্বাদ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। এসব মন্তব্য ইতিমধ্যেই ইউটিউবসহ সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছে। প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এত আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এসব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকে ক্ষুন্ন্ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন