হলিউড শীর্ষ পাঁচ
১. ড্রাগন বল সুপার : সুপার হিরো। ২. বিস্ট। ৩. বুলেট ট্রেইন।
৪. টপ গান : ম্যাভরিক। ৫. ডিসি লিগ অফ সুপার-পেটস
ড্রাগন বল সুপার : সুপার হিরো
টেটসুরো কোডামা পরিচালিত এনিমেটেড অ্যাকশন ফিল্ম। কোডামা জাপানি ভাষায় একাধিক এনিমেটেড ফিল্ম পরিচালনা করেছেন। বিরাসের গ্রহে পিকোলো গোকুর ছেলে গোহানকে এখনও প্রশিক্ষণ দিয়ে চলেছে। হুইসের অধীনে গোহান মার্শাল আর্টসে দক্ষ হয়ে উঠছে। পিকোলো আর গোহান আবিষ্কার করে গোকু যেই রেড রিবন আর্মিকে শেষ করে দিয়েছিল তা আবার নতুন করে পুনর্গঠিত হয়েছে। যারা তার আত্মা আর অ্যানড্রয়েডদের ধারণ করত তারা গামা ১ ও গামা ২তে বিভক্ত হয়েছে। এই অ্যানড্রয়েডরা তাদের সুপার হিরো বলে থাকে। এবং তারা পিকোলো আর গোহানের ওপর হামলা চালাতে শুরু করে। নতুন এই রেড রিবন আর্মির উদ্দেশ্য কী? তারা কি পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা করছে? তাই যদি হয় তাহলে পিকোলো আর গোহান তাদের রুখতে পারবে কি? তাদের সুপারহিরো সত্তাকে জীবিত করার সময় হয়ে গেছে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন