শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র -প্রভা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন। এর বাইরে কোথাও তেমন একটা যান না। সহকর্মীদের কোনো অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন না। নিজেকে গুটিয়ে নিয়েছেন। শুটিং শেষে বাসায় ফিরেন এবং বাসা থেকে শুটিংয়ে যান। এর বাইরে তিনি যান না। তবে ফেসবুক ও ইন্সটাগ্রামে তিনি সরব থাকেন। বিভিন্ন বিষয়ে নিজের উপলব্ধি তুলে ধরেন। তার এসব লেখা ভক্তদের মধ্যে চিন্তার উদ্রেক করে। সম্প্রতি তিনি ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়েছেন, যা ভক্তদের মধ্যে ভাবনার উদয় হয়েছে। তিনি লিখেছেন, সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুণাহের শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ তা দিয়েছেন। আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুণাহ করে বেড়ায়; আর সেও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। মূলত সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থাতেই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষার সাফল্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন