শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘হাড্ডি’তে নারী সাজে নওয়াজউদ্দিন সিদ্দিকী!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনয় দক্ষতায় বরাবরই মুগ্ধ অনুরাগীরা। ‘বজরঙ্গি ভাইজান’, ‘রাইস’-এর মতো ছবিগুলিতে কোথাও কোথাও তো সালমান-শাহরুখও ঢাকা পড়ে যাচ্ছিলেন তাঁর অভিনয়ের গুণে। তবে এবার তিনি ভক্তদের সামনে যেই রূপে হাজির হতে চলেছেন, তা দেখে আকাশ থেকে পড়বেন সবাই। আগামী ছবি ‘হাড্ডি’র ফার্স্ট লুক দেখে একেবারে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। কারণ, এবার তিনি একজন নারীরূপে হাজির হচ্ছেন পর্দায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নওয়াজের একটি ছবি। যেখানে অভিনেতাকে দেখা যাচ্ছে একজন মেয়ের রূপে। যাকে দেখে চেনার কোনও উপায় নেই। হুবহু যেন এক সুন্দরী রমণী। অনেকে বলছেন, ‘প্রথমে তো নওয়াজউদ্দিনকে চিনতেই পারিনি। ভাগ্যিস নামটা দেখাল!’ জানা গিয়েছে, জি স্টুডিওজ ও অনিন্দিতা স্টুডিওজের ব্যানারে তৈরি হতে চলা এই ছবিটি পরিচালনা করবেন অক্ষত অজয় শর্মা। ছবির গল্প মূলত ডার্ক রিভেঞ্জ ড্রামা। এদিন তারই ফার্স্ট লুক শেয়ার করা হয় সোশাল মিডিয়ায়। যেখানে নওয়াজউদ্দিনের এমন নতুন রূপ ধরা পড়েছে। এই লুকটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাতারাতি ভাইরাল। অভিনেতাকে নতুন রূপে দেখার জন্য দর্শকদের আগ্রহ রীতিমত তুঙ্গে। এদিন সংবাদমাধ্যমের সামনে ‘হাড্ডি’র পরিচালক অক্ষত অজয় শর্মা বলেন, ‘এই ছবিতে ভক্তদের জন্য প্রচুর চমক রয়েছে। নওয়াজউদ্দিনের মতো অভিনেতার সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেয়েছি। আমরা আশা করছি মোশন পোস্টারটি ভক্তদের আগ্রহ অনেকটা বাড়িয়ে দেবে। আমরাও আর শুটিং শুরুর অপেক্ষা করতে পারছি না। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব।’ তবে নতুন চরিত্র নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নওয়াজ। তিনি এখনই ‘হাড্ডি’ নিয়ে কিছু বলতে চাইছেন না। আপাতত তাঁর প্রধান লক্ষ্য চরিত্রটিকে পর্দায় সুন্দর এবং বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলা। কারণ, তিনি ইতিমধ্যেই বুঝে গিয়েছেন ফার্স্ট লুকেই দর্শকদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই সিনেমাতেও সেই আগ্রহ ধরে রাখতে মরিয়া অভিনেতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন