শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

যে কারণে ‘ও মাই লাভ’ থেকে মাহি বাদ পড়েছিলেন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। এই সিনেমার শুটিং অনেক আগে শেষ হয়েছে। তবে নানা কারণে মুক্তি দিতে দেরি হয়েছে। সিনেমাটিতে নায়ক-নায়িকা কলকাতার ঋদ্ধেশ, সাবর্ণী ও বাংলাদেশের অমৃতা খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বরদা মিঠুসহ অনেকে। এর কাহিনী ও সংলাপ করেছেন কমল সরকার। তবে এ সিনেমায় মাহিয়া মাহির অভিনয় করার কথা ছিল। ১০ লাখ টাকা পারিশ্রমিক এবং এক লাখ টাকা পোশাক বাবদ নিয়েও মাহি অভিনয় করেননি। এ ব্যাপারে পরিচালক আবুল কালাম আজাদ বলেন, একাধিকবার গল্প শোনার পর মাহি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন। কিন্তু শুটিংয়ের আগের দিন মাহি গল্প পরিবর্তন ও দ্বিতীয় নায়িকাকে সিনেমা থেকে বাদ দিতে বলেন। সম্মত না হলে তিনি সিনেমাটিতে কাজ করায় অপারগতা প্রকাশ করেন। এরপর শিল্পী সমিতির তৎকালীন সাধারণ স¤পাদক জায়েদ খানের মধ্যস্থতায় মাহি কয়েক দফায় পাঁচ লাখ টাকা ফেরত দিলেও বাকি ৬ লাখ টাকা ফেরত দেননি। মাহির পরিবর্তে নেয়া হয় কলকাতার অভিনেত্রী সাবর্ণীকে। তিনি বলেন, একজন পেশাগত নায়িকার এমন আচরণ আমাকে অবাক করেছে। এতবার গল্প শোনার পরও একদিন আগে আমাকে দ্বিতীয় নায়িকাকে বাদ দেয়ার কথা বলেন। তা নাহলে, তিনি কাজ করবেন না। পরে বাধ্য হয়ে তাকে আমরা বাদ দিই। এদিকে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার মাহির কাছ থেকে পাওনা ৬ লাখ টাকা ফেরত পাওয়ার জন্য মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে মাহি জানান, এই ঘটনাটি ৪ বছর আগের। আর যে বিষয়টি শিল্পী সমিতির মাধ্যমে বসে সুরাহা হয়ে গেছে সেই বিষয় নিয়ে কেন আজ কথা হচ্ছে? তাহলে কি তারা শিল্পী সমিতির বিচার মানেন না?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন