শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেত্রকোণার সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান প্রায় ৯০ লক্ষ টাকার সুপারি জব্দ

নেত্রকোণা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:৫৯ পিএম

 

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি কর্তৃক সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৮৮ লক্ষ ১২ হাজার ৮ শত টাকা মুল্যমানের বিপুল পরিমান সুপারী জব্দ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া আজ সোমবার সকাল ১১টায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম এর নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্স রবিবার দিবাগত গভীর রাতে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের কালাপানি ও কাঠাঁলবাড়ি নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১৯ হাজার ৫ শত ৮৪ কেজি সুপারি জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৮৮ লক্ষ ১২ হাজার ৮ শত টাকা।

এ সময় চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন ৩১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি, সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম, লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কামরুল ইসলাম, কলমাকান্দা থানার এস আই লাভলু হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।

তিনি আরও জানান পরবর্তীতে জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন