শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আর যুক্তরাষ্ট্রে থাকতে চান না অজি অসবোর্ন, ফিরতে চান যুক্তরাজ্যে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রধান এবং রক কিংবদন্তী অজে অসবোর্ন আর যুক্তরাষ্ট্রে থাকতে চা না। প্রিন্স অফ ডার্কনেস স্থায়ীভাবে স্ত্রী শ্যারনের সঙ্গে লস অ্যাঞ্জেলেস থেকে যুক্তরাজ্যে ফিরতে চান।
তিন সন্তান এইমি (৩৮), কেলি (৩৭) এবং জ্যাককে (৩৬) নিয়ে গত দুটি দশক যুক্তরাষ্ট্রে থাকার পর অসবোর্ন (৭৩) তার জন্মস্থানে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। মিরর জানিয়েছে, অজি-শ্যারন দম্পতি গত মাসে তাদের ৪০তম বিবাহবির্ষিকী পালন করেছেন। বাকিংহামশায়ারে তাদের বিশাল এক গ্রেড টু প্রাসাদ রয়েছে, তারা ক্যালিফোর্নিয়ার পাশাপাশি এখানে সময় কাটিয়ে এসেছেন।
যুক্তরাষ্ট্রে উপর্যুপরি গুলিবর্ষণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে তারা সেখান থেকে যুক্তরাজ্যে ফিরে আসার সিদ্ধান্ত নেন। অজি মেট্রোকে এক সাক্ষাতকারে বলেন, এখানকার ঘটনাবলি হাস্যকরভাবে উদ্বেগজনক। প্রতিদিন মানুষ খুন হবার ঘটনা শুনেশুনে আমি ক্লান্ত। জানি না এ পর্যন্ত স্কুলে গুলিবর্ষণের ঘটনায় কতজন মারা গেছে। এছাড়া লাস ভেগাসে একটি কনসার্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পাগল হয়ে যাবার মত পরিস্থিতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন