নতুন একটি বিজ্ঞাপনে মডেল হলেন চিত্রনায়ক ওমর সানি। মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে ‘নগদ’-এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ফারুকীর বিজ্ঞাপনে মডেল হতে পেরে ওমর সানি বেশ উচ্ছ্বসিত। নগদ-এর অ্যাপসের বিজ্ঞাপনটিতে ওমর সানীর সাথে সহশিল্পী হিসেবে রয়েছেন জিয়াউল হক পলাশ। এই বিজ্ঞাপন চিত্রে ওমর সানীকে পাঞ্জাবী ও সাদা লুঙ্গী পরা পুরান ঢাকাইয়া লুকে দেখা যায়। ঢাকার আদি ভাষায় নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেন, আসিতেছে! নগদের লাইসেন্স প্রাপ্তির দিনে নয়া নগদ টিভিসি ফিল্মিং উইথ পুরান অ্যান্ড নতুন চাল। বাদ যাবে না একটি শিশুও! তবে বিজ্ঞাপনটি কবে নাগাদ দেখা যাবে সে বিষয়ে কোন কিছু জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন