শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগে দেশ সেরা মিরপুর কলেজের অদিতি

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্বপ্ন তো অনেকেই অনেক কিছু দেখেন। কিন্তু বাস্তবতার নিরিখে আর জীবনে জোয়ার-ভাটায় কতজনের কত স্বপ্নই তো আলোর দেখা পায় না। স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হলে অবশ্যই কঠোর অধ্যাবসায় দরকার। আজকের পড়াশোনা কালকের জন্য জমিয়ে রাখলে বোঝা তৈরি হয়। আর এভাবে ধীরে ধীরে হতাশা সৃষ্টি হয়। তাই দিনের কাজ দিনে শেষ করতে পারলে ভালো ফলাফল করা সম্ভব। কথাগুলো বলছিলেন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান অদিতি । তিনি ফাইনান্স বিভাগে ২০১৪ সালে স্নাতকে চার ক্রেডিটের মধ্যে ৩.৬৫ পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এ শিক্ষার্থী  স্বপ্ন দেখেন শিক্ষকতার, একই সঙ্গে দেশের গরিব ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর। পাশাপাশি গড়তে করতে চান নিজস্ব একটি পাঠাগার, যেখানে ছাত্রছাত্রীরা এসে নিয়মিত  লেখাপড়ার সুযোগ পাবে। তার এই কৃতিত্বপূর্ন ফলাফলে খুশি হয়ে গত ২ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের সাংসদ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি  মো. আসলামুল হক  এই মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান অদিতিকে ক্রেস্ট ও ফুলের তোরা দিয়ে অভিনন্দিত করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য প্রিন্সিপাল  অধ্যাপক  মো. গোলাম ওয়াদুদ ও অত্র বিভাগের বিভাগীয় প্রধান বিপুলেন্দু বিশ্বাস  সহ অত্র অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগীবৃন্দ। এসময় কলেজের প্রিন্সিপাল অধ্যাপক  মো. গোলাম ওয়াদুদ বলেন, এই বিভাগ থেকে দেশ সেরা সহ ৩১ জন শিক্ষার্থী প্রথম শ্রেণি পেয়ে পাশ করেছে। তিনি আরও বলেন মিরপুর কলেজ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী কৃতিত্বের সহিত শিক্ষা জীবন শেষ করছে। ঢাকা-১৪ আসনের সাংসদ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি  মো. আসলামুল হক  এবং কলেজের শিক্ষকদের কঠোর প্ররিশ্রম ও  লেখাপড়ার সুন্দর পরিবেশই শিক্ষার্থীদের এমন সাফল্যের কারন বলে তিনি মন্তব্য করেন।
ষ শিক্ষাঙ্গন রিপোর্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন